ইবি প্রতিনিধি: ভালবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষম বন্টনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রেম বঞ্চিতরা।
এ সময় মিছিলে প্রেম বঞ্চিত শিক্ষার্থীরা ‘কেউ পাবে-কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘প্রেমের নামে লুচ্চামি, চলবে না চলবে না’, ‘গুপ্ত প্রেমিক সাবধান, সামনে আসছে নওজোয়ান’, ‘নষ্ট প্রেমের খাতাতে, আগুন জ্বালাও একসাথে’ বিভিন্ন স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জিয়া মোড় থেকে বিকেল সাড়ে চারটার দিকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবনের সামনে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন প্রেম বঞ্চিত সংঘের ইসতিয়াক, সিয়াম, তালুকদার মো. সোলায়মান, হাসিবুর, কামাল, সাফায়েত, সৌরভ ও খাইরুল সহ অন্যান্য সদস্যরা।