গুরুদাসপুরে বাকৃবি শিক্ষার্থীকে হত্যার চেষ্টা

ক্যাম্পাস টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

দ্যা ক্যাম্পাস টুডেঃ সাধারণ ঘটনাকে কেন্দ্র করে গুরুদাসপুরে বাকৃবি শিক্ষার্থী মো. ফারুক হোসেনকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশিদের বিরুদ্ধে। আহত সেই ছাত্র নিজের রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে চেয়েছেন “পরিকল্পিত হত্যার বিচার চাই”।

ঘটনার জের ধরে একই সময়ে ওই শিক্ষার্থীর মা এবং খালাকেও কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলার খুবজীপুর গ্রামে। আহত শিক্ষার্থী ওই এলাকার মো. আজিত প্রাং এর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীর ভাই গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ মাস পুর্বে নিজেদের জায়গার ওপর একটি পাকা ছাদ ঘর নির্মাণ কাজ শুরু করেন আহত শিক্ষার্থীর বাবা আজিত প্রাং।

কাজ শুরু করার পর থেকেই প্রতিবেশি রহেদ সরদারের ছেলে আজিজুল হক, নাজিত হোসেন, নাজেম উদ্দিন, মাজু, রবি, তাজুসহ বেশ কয়েকজন হিংসাত্বক ভাবে নির্মাণ কাজে বাধা প্রদান করে এবং মঙ্গলবার সকালে পূর্ব পরিকল্পনা মোতাবেক হাতে ধারালো অস্ত্র নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থী ফারুক হোসেন ও তার মা ফাহিমা বেগম এবং খালা ফেরদৌসি বেগমকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়।

পরে গ্রামের স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds