ক্যাম্পাস টুডে ডেস্ক
গোপালগঞ্জ সদর হাসপাতালে করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত দুইজন ভর্তি আছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পরেছে। এই গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কে আছে গোপালগঞ্জবাসী।
আজ মঙ্গলবার সকাল থেকেই গোপালগঞ্জ সদর হাসপাতালে করোনাভাইরাসে ভাইরাসে আক্রান্ত দুইজন ভর্তি আছে এমন ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়েছে।
গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক গুজব ছড়ানোর ব্যাপারে, গোপালগঞ্জ সদর হাসপাতালে এমন কোনো রোগী ভর্তি হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে, যেগুলো জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে। এক্ষেত্রে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সংবাদটি শেয়ার করুন