সারাদেশ টুডে
গোপালগঞ্জ পৌরপার্কে এসএসই ফাউন্ডেশন আয়োজিত রবিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। মেলা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ উপলক্ষে র্যালি ও আলোচন সভা হয়েছে। আজ রবিবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন এডিসি (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, এডিশনাল এসপি মো. আসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।
পৌরপার্কে অনুষ্ঠিত এ মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ৫০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা-রাত ৮টা।