শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

সারাদেশ টুডে


গোপালগঞ্জ  জেলার মুকসুদপুর উপজেলায় শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুইজন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বাহাড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন শেখ ওই গ্রামের মজিবর শেখের ছেলে।

পুলিশ জানায়, গতকাল এশার নামাজে শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় নিয়ে কথা কাটাকাটি হয় পশ্চিম বাহাড়া গ্রামের মজিবর শেখ ও মতি মাতব্বরের। এর জেরে সোমবার সকালে দুই পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে  জড়ায়।

ঘটনাস্থলেই মজিবর শেখের ছেলে সুজন নিহত হন। আহত হন আরও দুইজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল নিয়ন্ত্রণে নেয় এবং ছবির নামে একজনকে আটক করে।

Scroll to Top