ক্যাম্পাস টুডে ডেস্কঃ গোপালগঞ্জ সদর পৌরসভা উপলক্ষে আগামী ১৫ই জুন বন্ধ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। সোমবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫জুন গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনী এলাকায় অবস্থিত হওয়ায় আগামীকাল ১৫জুন বশেমুরবিপ্রবি সরকারি বিধি অনুযায়ী সাধারণ ছুটি থাকবে। তবে, ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি চলবে।
নির্বাচনের আমেজ এখন পুরো গোপালগঞ্জ শহরজুড়েই। ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নেতাকর্মীরাও দলে দলে ভাগ হয়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীদের পক্ষে। অসংখ্য নারী কর্মীর অংশগ্রহণও লক্ষণীয়।