‘গোয়া’ উন্মুক্ত করে দিল ভারত

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

আন্তর্জাতিক টুডে


করোনাভাইরাসের সংক্রমণের জন্য প্রায় চারমাস বন্ধ থাকার পর ভ্রমণপিপাসুদের জন্য খুলে দেওয়া হয়েছে ভারতের গোয়া সমুদ্র সৈকত।

গত শুক্রবার (৩ জুলাই) থেকে এ সমুদ্র সৈকতটি খুলে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

এর আগে বুধবার (১ জুলাই) এ ঘোষণাটি দেন রাজ্যটির পর্যটনমন্ত্রী মনোহর অজগাঁওকর। এ উপলক্ষে ২৫০টির বেশি হোটেল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, “২৫০টি হোটেলকে কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। এ সৈকত শহরে এসে পর্যটকদের থাকতে কোনো সমস্যা হবে না।”

তবে কোনোভাবেই যেন সংক্রমণ না ছড়ায়, সে দিকেও কঠিন নজরদারি করার বিষয়টি নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন বলেও জানান তিনি।

তবে এক্ষেত্রে আগে থেকে হোটেল বুক করে রাখতে হবে। সরকারি অনুমতি ছাড়া কোনও হোটেল খোলা যাবে না । এছাড়া পর্যটকদের অবশ্যই করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। তবে গোয়ায় পৌঁছনোর পরেএ ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নিজরাজ্যে ফিরে যেতে বলা হবে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত রাজ্যটিতে প্রায় দুই হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds