সারাদেশ টুডে
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ইউপি সদস্যের বসত ঘরের মাটি খুঁড়ে সরকারি চাল উদ্ধার করে থানা পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) সকালে ট্রিপল নাইনে (৯৯৯) ফোন পেয়ে লালমোহনের থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে লুকিয়ে রাখা ৭ বস্তা চাল উদ্ধার করে।
এছাড়া একই ওয়ার্ডের চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরও ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির।
ইউপি সদস্য জুয়েল আত্মগোপন করায় তার বাবা সাবেক মেম্বার নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
তথ্যসূত্রঃchanel24bd.tv