ঘর নেই, শিক্ষার্থী নেই তবুও এমপিওভুক্ত!

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্কঃ পঞ্চগড় আটোয়ারী উপজেলার ‘সন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’-এ বসার মতো কোন জায়গা নেই, কাম্য শিক্ষার্থী ও পরীক্ষার ফল কোনোটাই নেই তবুও এমপিওভুক্ত হয়েছে।

এদিকে এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী, পাবলিক পরীক্ষায় শিক্ষার্থী প্রয়োজন ৪০ জন এবং পাসের হার প্রয়োজন ৭০ শতাংশ। কিন্তু এই স্কুলে শিক্ষার্থী শেষ ৩ বছরে ২০১৬ তে ২ জন, ২০১৭ তে ৫ জন এবং ২০১৮ তে ১৩ জন। তবুও কীভাবে এমপিওভুক্তি সম্ভব এটাই এখন পঞ্চগড়ে সবার মুখে। পাসের হারও গড়ে ৩৬ শতাংশ।

এ ব্যাপারে পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার বলেন, “এমপিওভুক্তিতে তাদের কোনো হাত নেই। এটা মন্ত্রী ও সচিবদের বিষয়।”

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds