আমি গাঙচিলে উড়া ঘুড়ি
বাতাসের সাথে গান গেয়ে উড়ি
সুতোয় বাঁধা জীবন আমার
আর নাটাই তার সঙ্গী।
হঠাৎ কে যেনো সুতায় দিল টান
আমি হুরমুড়িয়ে ছুটলাম অবিরাম
দেখলাম আমি গোধুলি বেলায়
প্রবাহিত বাতাস ঢেউ খেলে যায়।
সেই তালে আমি গগনের দিকে
নীল ছুই বলে উঠলাম তেড়ে
ক্রমেই আমি হিমশীতল ছোয়ায়
আমার গা ঝিম ঝিম বাড়ে গোধুলি বেলায়।
আমি মেঘ ছুঁই ছুঁই বলে ঊর্ধ্বগামী হই
তখনি আবার সুতার টানে আটকা পড়ে রই।
বাতাসের বহমান প্রবাহিত সুখে
আমি সুতাকে বলি ছেড়ে দে আমারে।
গগনের নীলের মাঝে ভাসমান আমি
একা নই সাথে আরও আছে সঙ্গী।
শুরু করলাম তিড়িংবিড়িং উর্ধ্বে যাব তাই
দুতিন পাকেই সুতোয় সুতোয় সম্পর্কে বেধে যায়।
সুতোয় সুতোয় প্যাঁচ লেগে কেটে গেছে সে ভুলে
তখন সুতো আমাকে বলে ছুটি তোর আহারে।
আমি খুশিতে উঠবো বলে আরও উর্ধ্বে
একি আমি এবার পতিত হচ্ছি তলে।
আমি অসহায়,শুরু করলাম হায় হায়
আমি আরও উপরে উঠবো বলে
আমার এ লোভ আমায়
পতিত করল তলে।
সুখ তার মেঘে,আরে নারে তারে ধরতে যে পারে
কপালে উঠলো চোখ, এসব দেখে আহারে।
আর তখনি বুঝলাম আমার সব সুখ স্বাধীনতা
এসব নাটাই-সুতোর অবদান।