চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড.কামরুল হুদা আর নেই

 

চবি টুডে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.কামরুল হুদা আর নেই।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুইঁয়া। শুক্রবার(৫ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার কল্যাণপুরে একটি বেসরকারী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এর আগে গত তিনি ২৭ জানুয়ারি চট্টগামের সিআরবিতে রিকশা উলটে দুর্ঘটনার শিকার হন।এতে তিনি মারাত্মকভাবে পায়ে এবং চোখে আঘাত পান।তার বাম পায়ের উরুসন্ধি থেকে শুরু করে হাঁটুর আগের অংশের (ফিমার) বেশ বড় ভাঙ্গন দেখা যায়।তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে সফলভাবে তার অস্ত্রোপচার হয়।

ড. কামরুল হুদা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ও সাবেক রেজিস্ট্রার ছিলেন। এছাড়া তিনি প্রীতিলতা হলের প্রভোস্টেরও দায়িত্ব পালন করেন।তিনি চবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *