চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির বিচার চেয়ে ছাত্রলীগের মানববন্ধন

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আদিবাসী এক ছাত্রীকে যৌন হয়রানির তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চবি ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে। শাটলে, সি.এন.জিতে বহিরাগত ও লোকালদের দ্বারা আমাদের শিক্ষার্থী ও ছাত্রীরা হেনস্তা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রসাশন কেন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

অশ্লীল ইঙ্গিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি

বক্তাদের জিজ্ঞাসা, শিক্ষার্থী ও প্রসাশন কি লোকালদের কাছে বন্দি? কেন ব্যবস্থা নিতে এত দেরি হচ্ছে।

মানববন্ধনে গতকালের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।অন্যথায় ছাত্রলীগ থেকে মাঠে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এবিষয়ে চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ” মানববন্ধনের কোন লিখিত বক্তব্য বা স্মারকলিপি আমরা হাতে পাইনি।”

এর আগে গতকাল (১৬ফেব্রুআরি) বিশ্ববিদ্যালয়ের দুই নং গেইটে চবি কলা ও মানববিদ্যা অনুষদের ১৭-১৮ সেশনের আদিবাসী এক ছাত্রীকে অজ্ঞাতনামা এক বখাটে অশ্লীল ইঙ্গিতে যৌন হয়রানি করে।বিষটি ফেইসবুকে পোস্টে দিয়ে জানানোর পরই চবি জুড়ে সৃষ্টি হয় তীব্র সমালোচনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment