চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের ফলাফলের প্রকাশিত হয়েছে। "এ ইউনিট" প্রাপ্ত সর্বশেষ মেধাক্রম ১৩৪৪। 'সি ইউনিট' 'ডি ইউনিট' ও 'ডি১ উপ- ইউনিট' এ প্রাপ্ত সর্বশেষ মেধাক্রম যথাক্রমে ৫৫৭, ৩১৪০ এবং ৩২।
অপরদিকে 'বি১ উপ-ইউনিটে' নাট্যকলা, চারুকলা এবং সংগীত বিভাগের প্রাপ্ত সর্বশেষ মেধা তালিকা যথাক্রমে ৪০, ৬০ ও ৩০। তবে সকল ইউনিটের ফলাফল প্রকাশিত হলেও 'বি ইউনিট' এর মেধাতালিকা এখনো অপ্রকাশিত।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১৩/১২/২০২১ ইং হতে ২৩/১২/২০২১ ইং এর মধ্যে মনোনয়ন প্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিজ অনুষদে 'শিক্ষা সহায়ক' ফি বাবদ ৩০০০ টাকা 'অনুষদ উন্নয়ন' ফি বাবদ ৫০০ টাকাসহ মোট ৩৫০০ টাকা নগদ জমা দিয়ে ভর্তির প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। তবে 'ডি১ উপ-ইউনিট' এ অনুষদ উন্নয়ন ফি ৪০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন :জাতীয় ভাবে স্বীকৃতি পেল গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি
প্রসঙ্গত,প্রথম তালিকায় মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে শূন্য আসন থাকা সাপেক্ষে দ্বিতীয় তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।