তন্ময় শাওন, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ২২ শে ফেব্রুয়ারি।
আজ সোমবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৩০তম সভার সিদ্ধান্তক্রমে সব বিভাগ/ইনস্টিটিউটে ক্লাশ শুরু হবে ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বলেন, ‘ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সবগুলো বিভাগের ক্লাস শুরু হবে। এখন পর্যন্ত তৃতীয় কল করা হয়েছে। নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর পূর্বে ভর্তি সব কার্যক্রম শেষ করা হবে।’
উল্লেখ্য, চবিতে ২০২০-২০২১শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে আবেদন করে ১ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন ভর্তিচ্ছু।