তন্ময় শাওন, চবি প্রতিনিধিঃ ঘুমের ওষুধ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন। এই সময় আবাসিক হলের রুমে একটি চিরকুট পাওয়া যায়।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা নাগাদ খবর পেয়ে ওই ছাত্রীর সহপাঠীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং তৎক্ষণাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন জানান, ‘সন্ধ্যা ৬টার দিকে ওই ছাত্রীকে অজ্ঞান অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে তাকে স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
হতাশায় বশেমুরবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা
তিনি আরো বলেন, ‘বর্তমানে তার জ্ঞান ফিরেছে। একটু কথাবার্তাও বলছে। সে পাঁচটি সেডিল খেয়েছিল। তার বালিশের পাশে একটি চিরকুট ছিল বলে তার সহপাঠীরা জানিয়েছে।’
তবে কী কারণে এই আত্মহননের চেষ্টা তা জানা যায়নি।
সংশ্লিষ্ট আবাসিক হলের প্রভোস্ট বলেন, ‘ওই ছাত্রী বর্তমানে ডাক্তারের তত্ত্বাবধানে আছে। শুক্রবার হওয়ায় আজ আমাদের হলের অফিস বন্ধ। হলের কর্মকর্তারা আসলে রুম খুলে বিস্তারিত জানতে পারবো।’