সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিতে ‘বি’ ইউনিটে ১ম হলেন আয়মান

  • আপডেট টাইম শনিবার, ২৭ আগস্ট, ২০২২, ২.৪৭ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিতে ‘বি’ ইউনিটে ১ম হলেন আয়মান

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলে হতাশায় পড়ে গিয়েছিলেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ছাত্র আয়মান বিন কামাল। অবশেষে হতাশার অবসান ঘটেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রথম হয়েছেন তিনি।

শনিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলে পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। আর ফেল করেছেন ১৫ হাজার ৬৯ জন পরীক্ষার্থী।

এ নিয়ে আয়মান গণমাধ্যমে জানান, আমার বাবা-মায়ের দোয়া আর আমার চেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে। এতে আমার মাদ্রাসার শিক্ষকদেরও অনেক অবদান রয়েছে। এ সাফল্যে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আয়মান আরও বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য মাধ্যমিক-উচ্চমাধ্যমিক থেকে প্রস্তুতি শুরু করার দরকার। যাতে করে উচ্চমাধ্যমিক শেষ হলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু পূর্বে বেসিকটা ঠিক থাকে। যেটা আমি আমার মাদ্রাসায় ঠিক করতে পেরেছি। আগে থেকে আমার ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞানের পাঠ ভর্তি পরীক্ষায় অনেক কাজে দিয়েছে।

এই শিক্ষার্থী আরও বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষায়ও অংশ নিয়েছিলাম। সেখানে আমার ফলাফল আশানুরূপ হয়নি। এতে আমি অনেকটা ভেঙে পড়ি। সে থেকে বেশ কিছুদিন খুব খারাপ সময় গিয়েছে। পরে ধীরে ধীরে এটা কাটিয়ে উঠে আবার প্রস্তুতি শুরু করি।

গত শনিবার সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে দুই শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এক হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছিলেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ২৬ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু। এর মধ্যে সকালের শিফটে অংশ নিয়েছেন ১৩ হাজার ২৮৯ জন ও বিকেলের শিফটে ১৩ হাজার ৩১৮ জন।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today