চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা
নুর নওশাদ, চবি প্রতিনিধি
আগের নিয়মেই ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে অনলাইনে নয় সশরীরে উপস্থিত হয়ে ১০০নম্বরের এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের।
কবে নাগাদ পরীক্ষা হবে,ক্যাম্পাসে নাকি নিজ শহরে পরীক্ষা হবে,পরীক্ষায় জিপিএ নম্বর থাকবে কিনা এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে এইএসসি রেজাল্ট প্রকাশের পর।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মনিরুল হাসান।
আজ( ২৫ অক্টোবর)বিকেল ৪ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে চবি উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতারের সভাপতিত্বে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পরিকল্পনা বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পর্কিত ডিনস কমিটিরর এক সভা অনুষ্ঠিত হয়।এসময় চবির সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার বলেন,”দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উচ্চ শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে সুমহান গৌরব ও ঐতিহ্য। এ ঐতিহ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বিষয়ে সকল কার্যক্রম সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে সুসম্পন্ন করার ব্যাপারে চবি প্রশাসন বদ্ধপরিকর।”
সভায় সম্মানিত ডিনবৃন্দ তাঁদের সুস্পষ্ট মতামত তুলে ধরে বক্তব্য রাখেন এবং ভর্তি পরীক্ষা সম্পাদনের বিষয়ে নিজেদের সর্বোচ্চ অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে এ মহা ভর্তিযজ্ঞ সম্পাদনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ-
১। শিক্ষার্থীদের সশরীরে অংশগ্রহণের মাধ্যমে পূর্বের ন্যায় ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে।
২। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরবর্তীতে চবি ভর্তি কমিটি ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।