শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০১:১০ পূর্বাহ্ন

চবির এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশন’র নেতৃত্বে নোমান-নওশাদ

  • আপডেট টাইম রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ১১.৪৫ পিএম

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিএম নোমান ইদসাধারণ সম্পাদক হয়েছেন নুর নওশাদ।

গত শনিবার (২৩ এপ্রিল) এসোসিয়েশনের বার্ষিক ইফতার মাহফিল, বিদায় ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা দেয়া হয়। বিদায়ী কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিক বিদায় নিয়ে নতুন কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা তাজউদ্দীন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক রহিম উদ্দীন, ব্যাংক কর্মকর্তা গিয়াস উদ্দিন টিটু, ব্যাংক কর্মকর্তা ফোরকান উদ্দিন, ব্যাবসায়ী খালেদুজ্জামান জাভেদ, ব্যাংক কর্মকর্তা মিজান উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল হাসান রানা, NSI গোয়েন্দা কর্মকর্তা নূরউদ্দিন, শিক্ষক ও ব্যাবসায়ী আমজাদ হোসাইন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান অভি ও বিদায়ী কমিটি নেতৃবৃন্দসহ আরও অনেকে।

কমিটির অন্যান্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি পদে তৌহিদুল ইসলাম। সহ-সভাপতি পদে যথাক্রমে আকাশ মজুমদার, মোঃ আরিফ হোসেন জুয়েল, জয়নুল আরেফিন চৌধুরী, জেসমিন আক্তার, ফাহমিদা সুলতানা সামন্তা, মোঃ জামাল। যুগ্ন সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন পলাশ, তাসরিন সিদ্দিক তাসিয়া।

সাংগঠনিক সম্পাদক পদে মো: মিসবাহুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে এ.কে. মিনহাজ অর্থ সম্পাদক মোঃ জামিউল হাসান, দপ্তর সম্পাদক পদে মোঃ তাকবীর হোসেন মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক পদে শাহরিয়ার হোসেন নকিব, প্রচার সম্পাদক পদে কাজী সৌরভ আহমেদ, পরিবহন সম্পাদক পদে রায়হান উদ্দিন রাজু, আপ্যায়ন সম্পাদিকা পদে ফারিহা ফারুক নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, এস.বি.এস. স্টুডেন্টস এসোসিয়েশন সীতাকুণ্ডের তিনটি ইউনিয়নের(সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুর) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি ছাত্র সংগঠন। এর প্রতিষ্ঠাকাল ১৯৯৫ সাল।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today