শাওন, চবি : নগরীর বটতলী রেলস্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অভিমুখী শাটল ট্রেনে কাটা পড়ে আফেয়া খাতুন নামে এক মহিলা আহত হয়েছেন। এ ঘটনায় এই মহিলার দুই পা গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুর তিনটার কিছু পরে ষোলশহর রেল স্টেশনে সংলগ্ন তালতলায় এই ঘটনা ঘটে।নগরীর তালতলায় আত্মীয়র বাসা থেকে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।বর্তমানে আফিয়া খাতুন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।এই বিষয়ে ষোলশহর রেলওয়ে ইনর্চাজ জাহাঙ্গীর বলেন " আমরা দুপুর ৩.২৫ নাগাদ খবর পাই।খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।পরে আহতের আত্মীয় সহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়।"
আহত আফিয়া খাতুনের স্থায়ী নিবাস সুনামগঞ্জ। তিনি নগরের আতুরার ডিপো বসবাস করেন।