চবি টুডেঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
আজ রবিবার (২৬ এপ্রিল) ভোর ৬টায় নগরের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন জানান, সেহেরি খাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে সিএসসিআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন তিনি মারা গেছেন।
জানা যায়, ফাইন্যান্স বিভাগের সাবেক সভাপতি ও সিইউসিবিএস’র পরিচালক জাহাঙ্গীর আলম এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। জাহাঙ্গীর আলমের বাসা নগরের মুরাদপুরে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এছাড়া শোক জানিয়েছে চবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন।