চবি প্রতিনিধি: করোনা মহামারীর সংকট বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মচারী, আশেপাশের কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। ক্যাম্পাসে তারা শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর অনুসারী হিসেবে পরিচিত।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে এসব খাবার বিতরণ করেন বলে জানান শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, “চলমান লকডাউনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয়ের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অসহায়-ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।”
তিনি বলেন, ”আমরা চাই সারাদেশে যারা বিত্তবান, নেতৃস্থানীয় রয়েছে তারা সকলে কিছুটা কম খেয়ে হলেও এ কাজে এগিয়ে আসুক। এ মহামারি কারো একার নয়। এটা সবার জন্যই। সবাইকে একত্রিত হয়ে এটি মোকাবেলা করতে হবে।’’
এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া, আহসানুল কবির পলাশ এবং রামেন্দু পারিয়াল, শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, সাদাফ খান, ইমরান হোসেন, ফজলে রাব্বি, ইয়াসিন রুবেল, ইখলাস, হোসাইন সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।