চরমসংকটে টিকাদান, বন্ধ শতাধিক টিকা কেন্দ্র

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বৃহৎ টিকা উৎপাদনকারী দেশে করোনা টিকার ঘাটতি দেখা দেওয়ায় চরম সংকটে পড়েছে দেশটির গণটিকাদান কর্মসূচি।

সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ডের জোগানে ভাঁটা পড়েছিল আগেই, বুধবার (১২ মে) কোভ্যাক্সিনের প্রস্তুতকারী কোম্পানি ভারত বায়োটেকও তাদের নতুন করে আর টিকা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে।

ভারতের গণটিকাদান কর্মসূচিতে এতদিন তিনটি করোনা টিকা ব্যবহার হয়ে আসছিল— অ্যাস্ট্রাজেনেকা, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন। অ্যাস্ট্রাজেনেকা ও কোভিশিল্ডের ডোজগুলো প্রস্তুত হয়েছিল সেরাম ইনস্টিটিউটে।

গত ১৬ জানুয়ারি ভারতে মহাধূমধামে যে বিশাল টিকাকরণ অভিযান শুরু হয়েছিল, একশো দিন যেতে না-যেতেই সেই কর্মসূচি কার্যত মুখ থুবড়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment