মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন

‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র নেতৃত্বে আবারও মিশা সওদাগর

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ২.০০ এএম

ক্যাম্পাস টুডে ডেস্কঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১’ মেয়াদে আবারও সভাপতি পদে বিজয়ী হয়েছেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শুক্রবার (২৫ অক্টোবর) দিনভর নির্বাচনের পর শুক্রবার রাত ২টার দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ফল প্রকাশ হয়।

নির্বাচনে প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীকে পরাজিত করে আবারও সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, “নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।”

শিল্পী সমিতি নির্বাচনে এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৮৬ জন। শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়।

শিল্পী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিন তিন প্রার্থী। তারা হলেন সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে ফরহাদ।

 

দ্য ক্যাম্পাস টুডে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today