শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন

চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না

  • আপডেট টাইম রবিবার, ২৯ মে, ২০২২, ৮.৩৪ পিএম
এসএসসি পরীক্ষা শুরু ১৪ নভেম্বর, এইচএসসি ২ ডিসেম্বর

ক্যাম্পাস টুডে ডেস্কঃ চলতি বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। গত দুই বছরের মতো ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।

রবিবার (২৯ মে) এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

সাক্ষাৎকালে ইরাব সাধারণ সম্পাদক আকতারুজ্জামান গণমাধ্যমকে জানান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন ও কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিন উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হলেও বছরের বাকি সময়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া কঠিন হবে বলে তপন কুমার সরকার জানান।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৯ জুন এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। ২২ আগস্ট শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। ওই দুই পরীক্ষা শেষ হলেও বাকি সময়ে জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া অসম্ভব বলে জানান ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today