চবি প্রতিনিধি : সরকার ঘোষিত চলমান বিধিনিষেধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল চালু থাকবে। শুধু হল নয় নির্ধারিত পরীক্ষা এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শাটল ট্রেন ও চালু থাকবে ।
তবে করোনা পরিস্থিতি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় অনলাইন ক্লাসে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শুক্রবার (২১ জানুয়ারি) ডিনস কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম জানান, “চবিতে ২২ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। সেসব ক্লাস অনলাইনে হবে। পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে সশরীরে হবে।”
আরও পড়ুন ঃ কুবি : সশরীরে নয় অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান
তিনি আরো বলেন “হলগুলো চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আগের নিয়মে শাটল ট্রেনও চালু থাকবে। পরে শিক্ষার্থীর সংখ্যা দেখে শাটলের বিষয়ে সিদ্ধান্ত হবে। স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম চলমান থাকবে।”
এর আগে শুক্রবার বেলা ১১ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনে নতুন বিধিনিষেধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানান।