শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১১৮ বোতল মদসহ একজন আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১ মে, ২০২০, ৬.০৭ পিএম

আবু সাঈদ আল জিহাদঃ চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে দেশীয় চোলাইমদসহ একজনকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-মালপুকুর নামক জায়গায় বড় ব্রীজের উপরে অভিযান চালিয়ে ১১৮ বোতল দেশীয় তৈরি চোলাইমদসহ তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাঁদলাই জোড় বাগান এলাকার মৃত সাহেদ আলী এর ছেলে মোঃ শাহীন আলী (৪৫)।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে চাঁপাইনববাগঞ্জ গামী পাঁকা রাস্তায় মালপুকুর নামক জায়গায় বড় ব্রীজ এর উপরে চেকপোষ্ট পরিচালনা করে ১১৮ বোতল দেশীয় তৈরি চোরাইমদ, ১টি অটোরিকসাসহ মোঃ শাহীন আলীকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দীর্ঘদিন যাবৎ আমনুরা ঘাটি থেকে দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে এসে খুচড়া বিক্রয় করার কথা স্বীকার করে । এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি মামলা হয়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today