মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন

“চাকরি করব না, চাকরি দেব এই চিন্তা থাকতে হবে”

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ২.০২ পিএম

ক্যাম্পাস টুডে ডেস্ক


“চাকরি করব না, চাকরি দেব- সেই চিন্তা থাকতে হবে।” বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০) জানুয়ারি একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, “দেশে কেউ যেন বেকার না থাকে। বাংলাদেশে অনেকেই এমন চিন্তা করে, কেউ চাকরি না করলেই বেকার। এ মানসিকতা বদলাতে হবে। অনলাইনে এখন অনেকে অর্থ উপার্জন করছে। ফ্রিল্যান্সার হিসেবে লাখ লাখ টাকা উপার্জন করছে। কিন্তু এটিকে অনেকে কাজ মনে করেন না। এ মানসিকতা বদলাতে হবে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, বহুমুখী কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। যারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোক্তা হবে তাদের জন্য ঋণের ব্যবস্থা করেছে সরকার। আগে দেখতে হবে নিজে কতটুকু কাজ করতে পারবো। আমি জানি, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী। তাদের এমন মানসিকতা থাকবে যে, আমি শুধু শুধু চাকরি করবো কেন, ১০টা চাকরি দিব।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today