চাকরি না পেয়ে হতাশায় যুবকের ‘আত্মহত্যা’

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
চাকরি না পেয়ে হতাশায় যুবকের 'আত্মহত্যা'

ক্যাম্পাস টুডে ডেস্ক


চাকরি না পেয়ে হতাশয় এক যুবক আত্নহত্যা করেছেন। কুড়িগ্রামের রাজারহাটে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম আজাদুর ইসলাম ওরফে জোবাইদুল কুঠিয়াল (২৮)। শনিবার দুপুরে পরিবারের সবার অগোচরে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই যুবক।

নিহত যুবক আজাদুর রাজহাট উপজেলার উমর মজিদ ইউপির বালাকান্দি কৈকুড়ি এলাকার সেকেন্দারের ছেলে।

পুলিশ গেছে, ডিপ্লোমা পাস করা আজাদু দীর্ঘদিন ধরে সরকারি ও আধা সরকারি চাকরিতে দরখাস্ত করাসহ পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিলেন। এছাড়াও তিনি স্থানীয় হাবিবুর রহমান প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতার পাশাপাশি টিউশনি করে আসছিলেন।


আরো পড়ুনঃ চাকরি না পাওয়া রুয়েট ছাত্র আতিকুর ৪ বছরেই কোটিপতি!


এদিকে সম্প্রতি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) পদে পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ না হওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে শনিবার দুপুরে পরিবারের সবার অগোচরে তার শয়ন ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করছেন রাজারহাট থানার ওসি কৃষ্ণ কুমার সরকার। তিনি জানান, আত্মহত্যার ঘটনাটি সঠিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ বিষয়ে রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds