চাহিদা ও সুখ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

চাহিদা ও সুখ
শাফিউল কায়েস



প্রথমত আপনি সৃষ্টির সেরা জীব। দ্বিতীয়ত আপনি মানুষ। তৃতীয়ত আপনি অমানুষ। আমাদের চাহিদা অফুরন্ত। চাহিদা শব্দটা একমুহূর্ত আমাদের পিছু ছাড়ে না। আমরা সকলে সুখী হতে চাই। কিন্ত স্থায়ীভাবে সুখী হতে পারি না।

চাহিদা ও সুখ ব্যস্তানুপাতিকভাবে কাজ করে। অর্থাৎ যার যত চাহিদা সে তত অসুখী। একটা ছেলে একটি পছন্দের মেয়ে অথবা একটি মেয়ে একটি পছন্দের ছেলের সাথে প্রেম করতে চাওয়া একটি উদাহরণস্বরূপ (চাহিদা)। যদি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তবে সমসাময়িক সুখ লাভ করে।

কিন্তু যদি তাদের এ চাদিহা পূরণ না হয়, এক প্রকারের হতাশা কাজ করে অর্থাৎ চাহিদা পূর্ণ না হওয়ায় সে অসুখী অনুভব করতে শুরু করে। চাহিদার কারণে ব্যক্তি, সমাজ, এবং রাষ্ট্রের অবক্ষয় রীতিমতো আমন্ত্রিত করা ছাড়া আর কিছুই নয়।

সুতরাং, চাহিদা যত কম, সুখ অনুভব তত সহজ। আপনি সৃষ্টির সেরা জীব এটা প্রকৃতির আর্শীবাদ। মানুষ হওয়াটা আমাদের জরুরি। অমানুষিকতা আমাদের পরিহার করতে হবে।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet