চীন করোনা তৈরি করেছে, মিথ্যা হলে নোবেল ফেরত বললেন বিজ্ঞানী

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্কঃ “নোভেল করোনা ভাইরাস প্রাকৃতিক কিছু নয়, এটা বাদুড় থেকেও আসেনি। এটা মানুষের হাতে তৈরি। চীন এই ভাইরাসটি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাপানের নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী অধ্যাপক তাসুকু হনজো।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন।

নোবেল জয়ী বিজ্ঞানী হনজো বলেন, ‘আমি বিভিন্ন প্রাণী এবং ভাইরাস নিয়ে ৪০ বছর ধরে কাজ করেছি। কখনো ভাইরাসের এমন প্রকৃতি লক্ষ্য করিনি। এটা প্রাকৃতিক নয়, এটা মানুষের তৈরি এবং সম্পূর্ণরূপে আর্টিফিসিয়াল।’

প্রফেসর হনজো পরিশেষে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, এ বক্তব্য কোনো না কোনো দিন সত্য প্রমাণিত হবে। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়া যাবে, এতে তার কোনো আপত্তি নেই।

নোবেল জয়ী ওই সাক্ষাৎকারে আরও বলেন, ‘আমি ৪ বছর চীনের উহানের ল্যাবরেটরিতেই কাজ করেছি এবং ল্যাবরেটরির প্রতিটি স্টাফের সঙ্গেই আমার পরিচয় আছে। করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর আমি তাদের সঙ্গে ফোনে বার বার আলাপ-আলোচনা করার চেষ্টা করেছি। কিন্তু গত তিন মাস ধরে ল্যাবরেটরির সবগুলো টেলিফোন লাইন বন্ধ পাচ্ছি। এতে আমি বুঝতে পারছি, ওই ল্যাবরেটরির কোনো টেকনিশিয়ানই আর জীবিত নেই।”

উল্লেখ্য, ২০১৮ সালে জেমস পি. এলিসন এর সাথে যুগ্নভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পান।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet