রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন

ছাগল চোর সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র আটক!

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২, ১০.০৬ পিএম
রাবি

রাবি টুডেঃ ছাগল চোর সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তার সঙ্গে থাকা স্থানীয় মো. সাগর নামের আরও একজন আটক করে পুলিশ।

সোমবার দুপুর ১২ টায় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন রুয়েট গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

মতিহার থানা পুলিশ জানিয়েছে, ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাগলের মালিক মোসাঃ শাহেরা বানু ও তার স্বামী মো. বাদশা মিয়া ও  তাদের লোকজন এসে সন্দেহজনক চোর হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুইজনকে আটক করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিজেকে সিটিএসবির গোয়েন্দা পুলিশ পরিচয় দিতে থাকলে সিটিএসবির লোকজন সেখানে উপস্থিত হয়ে তার পরিচয় নিশ্চিত করেন।

খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায় ।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today