খোলা চিঠি : বশেমুরবিপ্রবির হাজারো ছাত্রলীগ কর্মীর আর্তনাদ দেখার কেউ নেই। লজ্জা লাগে, এই দুনিয়ার সব বিশ্ববিদ্যালয়, সব ইউনিটের ছাত্রলীগের কমিটি হয়। কিন্তু জাতির পিতার পূর্ণ জন্মভূমি গোপালগঞ্জ আর সেইখানে তাঁরই নামে প্রতিষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এখানে ছাত্রলীগের কমিটি হয় না।
আমারা ছাত্রলীগ কর্মীরা প্রতি বছর প্রতি মাসে আশায় থাকি এই বুঝি কমিটি অনুমোদন হবে কিন্তু না কমিটি আর অনুমোদন হয় না।
আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ অন্য বেশির ভাগ বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক বেশি সক্রিয় এবং স্বচ্ছতার সাথে দেশের স্বার্থে, ছাত্রদের স্বার্থে কাজ করে আসছে। কিন্তু আজ সারা বাংলাদেশের ভিতর এই বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কমিটির অনুমোদন ই পেলাম না ৮/১০ বছর ধরে। কষ্ট লাগে আমাদের এই ডেডিকেশনের কোন মূল্য নেই।
জাতির পিতার জন্মভূমিতে তাঁর নামের বিশ্ববিদ্যালয়ে তাঁর নিজ হাতে গড়া ছাত্র সংগঠন ছাত্রলীগের কমিটি হয় না, এই লজ্জার দ্বায় কে নিবে? অথচ এই বিশ্ববিদ্যালয়েই আছে আমার মতন হাজার হাজার মুজিব আদর্শের সৈনিক, যারা কোন স্বার্থ ছাড়া ছাত্রলীগ করে।
আরো পড়ুন : ‘এক ভিসি গেলে আরেকজন আসবে, শাবিপ্রবির সমাধান চাই’
সত্যি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে পারতাম কোনভাবে বা তাঁর কাছে কোন বার্তা পৌছাতে পারতাম তাহলে বলতাম, হে মমতাময়ী মা আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একটা কমিটি দিন, আমরাও রাজনৈতিক চর্চা করতে চাই আমরাও দেশ গঠনে ভূমিকা রাখতেচাই। মনে প্রানে ভালোবাসি বাংলাদেশকে ছাত্রলীগকে।
সকল প্রতিবন্ধকতা পেরিয়ে বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটি আসুক এই কামনা করি।
লেখক :সোহাগ দাশ, মাঠকর্মী, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ।