জাবি টুডে: আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বন্ধ ঘোষনা করায় ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে অনলাইনে বিষয়ভিত্তিক ফর্ম পূরন পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী চলবে।
আজ বুধবার (৬ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচলানা কমিটির সচিবের বরাত দিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তির লক্ষে ৭-১১-১৯ তারিখের চারুকলা বিভাগের ব্যাবহারিক পরীক্ষাসহ অন্যান্য সকল ইউনিটের ভর্তি সম্পর্কিত কার্যক্রম অনিবার্য কারনবশত স্থগিত করা হয়েছে। শুধুমাত্র অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রমের ফরম পূরন পূর্বের নির্দেশনা অনুযায়ী চলবে। ভর্তি সম্পর্কিত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন