বশেমুরবিপ্রবি প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি সহশিক্ষার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জীবিত করে রাখে। তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বাংলাদেশ ছাত্রলীগ, বশেমুরবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত হচ্ছে “মধুমতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৩ইং।”
আজকের তরুণ আগামী দিনের কর্ণধার, তারাই হবে দেশ গড়ার কারিগর। এই তরুণদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। শারীরিক ও মানসিক চিন্তা চেতনা ও বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। মেধা, মনন ও দৈহিক বিকাশের কার্যকরী নিয়ামক খেলাধুলাকে সুগম করতেই ছাত্রলীগের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর আয়োজন।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১২-০২-২০২৩ইং তারিখে (রোজ রবিবার) বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হল ব্যাডমিন্টন মাঠে। ব্যাডমিন্টন টুর্নামেন্টটর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, এম. এম. ইব্রাহীম পলাশ, সভাপতি, মধুমতি অ্যাসোসিয়েশন, বশেমুরবিপ্রবি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। টুর্নামেন্টের এন্ট্রি ফী নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।