ছাত্রীকে ‘গোপনাঙ্গে’র ছবি পাঠানোয় শিক্ষক বহিষ্কার

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

ক্যাম্পাস টুডে ডেস্ক


বরগুনার বামনার বেগম ফাইজুন নেছা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আসরাফুল হাসান লিটন একই কলেজের প্রাক্তন ছাত্রীর ফেসবুক মেসেঞ্জারে নিজের ‘গোপনাঙ্গে’র ছবি পাঠানো তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কারের বিষয়টিও নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান। তিনি বলেন, “তাৎক্ষণিক ওই প্রভাষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।”

আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে উপজেলার লঞ্চঘাট সড়কে মানববন্ধন করেছে বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আশরাফুল হাসান লিটন নামের ওই শিক্ষক কলেজের অনেক ছাত্রীকে ফেসবুক-মেসেঞ্জারে নিজের ‘আপত্তিক’র ছবি পাঠাতেন। সম্প্রতি এক প্রাক্তন শিক্ষার্থী ওই শিক্ষকের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে দিলে বিষয়টি জানা-জানি হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। আমরা তার স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet