জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি :জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মেডিকেল সেন্টার।

নোয়াখালীতে অবস্থানরত নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য এই সার্ভিস চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালীতে অবস্থানরত নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য নোবিপ্রবির মেডিকেল সেন্টারের মাধ্যমে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে এবং নোবিপ্রবি প্রশাসনের অনুমোদনক্রমে এই সার্ভিস চালু করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাকালীন জরুরি স্বাস্থ্যসেবা ও যেকোনো পরামর্শের জন্য মেডিকেল সেন্টারের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে সেবা নেওয়া যাবে এবং সরাসরি অ্যাম্বুলেন্স সেবার জন্য ০১৬৪৭৪৭৩৪৭০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য নিম্নোক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

১. প্রফেসর ড. ফারুক উদ্দিন, কোষাধ্যক্ষ ও চিফ মেডিকেল অফিসার (প্রশাসনিক দায়িত্ব), মেডিকেল সেন্টার (০১৭১৩১২৪০৩০)

২. ডা. ইসমত আরা পারভীন, ডেপুটি চিফ মেডিকেল অফিসার (চলতি দায়িত্ব), মেডিকেল সেন্টার (০১৭৬৪৩৪১০৫৬)

৩. ডা. লোপা দাস, সিনিয়র মেডিকেল অফিসার, মেডিকেল সেন্টার (০১৭১৭৬০০০৯৬)

৪. ডা. শাহাজাবিন স্বর্ণা, মেডিকেল অফিসার (অনাবাসিক), মেডিকেল সেন্টার (০১৭২৮৭৭৬২০৮)

Scroll to Top