নাজমুল,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের ২০২২-২৩ এর সদস্যরা।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিসৌধে এই শ্রদ্ধা জানানো হয়।
বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শাফিউল কায়েস ও সাধারণ সম্পাদক সাগর দে’র নেতৃত্বে সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আশিক চৌধুরী, অর্থ সম্পাদক এন্টু তালুকদার, কার্যনির্বাহী সদস্য এ্যালেন ধ্রুব পান্ডে, সোয়াইবুল ইসলাম সিজল এবং সদস্য নিরুজ সূত্রধর।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।