ইবি প্রতিনিধি: বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ ফুটবল দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এ ম্যাচে ১০ নম্বর জার্সিতে খেলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রয়েল।
এতে আনন্দিত ও উচ্ছাস প্রকাশ করেছেন রয়েলের শিক্ষক ও সহপাঠীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েলকে ফেসবুকে অভিবাদন জানাচ্ছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আলী আরমান রকি তার ফেসবুক পোস্টে লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের বড় ভাই যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১০ নং জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করে তখন নিশ্চয়ই এটা অনেক বড় গর্বের, আবেগের এবং ভালোবাসার।’