জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে আর কোন বাধা থাকল না । বুধবার (১০ আগস্ট) দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদের চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কুমার দেবুল দে বলেন, আজ শুনানি ও আদেশের দিন ধায ছিল। মহামান্য উচ্চ আদালত আগামী ১২ আগস্ট অনুষ্ঠিতব্য জাবির উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিতের আবেদন মঞ্জুর করেননি ।
তিনি এছাড়াও বলেন, উপাচার্য প্যানেল নির্বাচনের কাযক্রম চলতে কোন বাধা নেই। উপাচার্যের বৈধতার প্রশ্নটির যথাযথ উপযুক্ততা না আসায় পরবর্তীতে যথাযথ উপযুক্ততায় আবেদনটি আনার জন্য আগামী দুই সপ্তাহ রিটটি অপেক্ষমান রাখার সিদ্ধান্ত নিয়েছে আদালত।
এর আগে, গত ২ আগস্ট জাবির উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত ও উপাচায পদের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ^বিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট মো. শামসুজ্জোহার পক্ষে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ। তিনি সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে রিট করেন।