জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান ও আইন অনুষদের অধিভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট juniv-admission.org থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।এছাড়া জাবির বিভিন্ন ইউনিটের নোটিশ বোর্ড এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের ওয়েবসাইটে সংরক্ষিত মোবাইল নাম্বারে এসএমএস’র মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
ডিন অফিস সূত্রে জানা গেছে,সোমবার (১ আগস্ট) জাবির ‘বি’ ইউনিটে প্রায় ৯০ শতাংশ ভর্তি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, এই ইউনিটে সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বিভাগগুলোর ৩৮৬টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ৪৮ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী।