জাবি টুডে : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজাসহ তিনজন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, মোবাইলফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। সোমবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশ থেকে তাদের আটক করে শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তাদের তুলে দেওয়া হয়।
আটকৃতরা ৩ জন হলেন- মনসুর খান (৮৭), রমজান আলী (৬০) ও আব্দুল আলীম (৪৮)।
এদের মধ্যে মনসুর খানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়, রমজান আলীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এবং আব্দুল আলীমের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে। বর্তমানে তারা সবাই গেরুয়ায় ভাড়া বাসায় থাকেন।
আরো পড়ুন ঃ শরীর থেকে মাথা বিচ্ছিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের: আগুন, প্রক্টরকে ধাওয়া
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, “গাঁজাসহ তাদের আটক করার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থীরা আমাদের ফোন করে। নিরাপত্তা শাখায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।”