ক্যাম্পাস টুডে ডেস্কঃ ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে অনুষ্ঠিত হবে সে বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
জানা গেছে, ভর্তি পরীক্ষা কোন সিলেবাসের আলোকে হবে সেটি ইতোমধ্যে নির্ধারণ করেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিলেবাস প্রণয়ন কমিটি। এই কমিটির সুপারিশ ইতোমধ্যে কোর কমিটির কাছে পাঠানো হয়েছে। কোর কমিটি সেই সিলেবাসের অনুমোদনও দিয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে নারাজ কোর কমিটি।
রাবির ভর্তির প্রাথমিক আবেদনের ফল আগামীকাল
সূত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস অনুযায়ীই ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে যে বিষয়গুলোর ওপর এইচএসসি পরীক্ষা হয়েছে সেগুলোর সিলেবাস জানা গেলেও যে বিষয়গুলোর ওপর পরীক্ষা হয়নি সেগুলোর সিলেবাস কেমন হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
কোর কমিটির সদস্য এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা যে সিলেবাসের আলোকে হয়েছে সেই সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে পরীক্ষা নিচ্ছে আমরাও সেভাবে পরীক্ষা নেব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তির আবেদন শেষ হচ্ছে বৃহস্পতিবার