ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দলীয় টেন্টে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল খায়ের।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালন, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী আরাফাত, ফাহিমুর রহমান সেতু, আল-আমিন জোয়ার্দার, বিপুল হুসাইন খান, ফজলে রাব্বি প্রমুখ।
৩ নভেম্বর, শোকাবহ জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।