জ্বর, নিউমোনিয়া নিয়ে নটরডেম কলেজ শিক্ষকের মৃত্যু
ক্যাম্পাস টুডে ডেস্ক: নটর ডেম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নিখিলেশ ঘোষের(৫০) মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার (৭)মে। তিনি নিউমোনিয়া, জ্বর ও ফুসফুসের জটিলতায় মারা গেছেন বিষয় টি নিশ্চিত করেছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজাউদ্দুল্লাহ রুবেল।
গত বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তিনি জ্বর, নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। পরিস্থিতির অবনতি হলে বৃহস্পতিবার দুপুরের দিকে নিখিলেশ ঘোষকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
শেষে বলেন, নিখিলেশ ঘোষের অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। পরে ঢামেকে নেয়ার পথে সোনারগাঁর কাছে তার মৃত্যু হয়।
এদিকে নিখিলেশ ঘোষের মৃত্যুতে নটর ডেম কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।