নোবিপ্রবি প্রতিনিধি : উদ্বোধনের নবম বছরে ‘ জয় বাংলা’ নাম পেলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে থাকা মুক্তিযুদ্ধ ভাস্কর্যটি।
সোমবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ দিদার-উল আলম এই তথ্যটি নিশ্চিত করেন।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পাশ হওয়া সিদ্বান্তে এই নামকরণ করা হয়।এখন থেকে ভাস্কর্যটির নাম হবে ‘ জয় বাংলা’ নামে।
এই বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলম বলেন, নোবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সভায় পাশ হওয়া সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ ভাস্কর্যটির নামকরণ করা হয়েছে “জয় বাংলা”। ভাস্কর্যটি সংস্কার করে নতুন নাম পরিচয় যুক্ত করে দেয়া হবে। এখন থেকে জয় বাংলা পরিচয় নিয়েই মাথা উঁচু করে দাঁড়াবে এই মুক্তিযুদ্ধ ভাস্কর্যটি।
প্রসঙ্গত, ভাস্কর্যটি ২০১৩ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন উপাচার্য প্রফেসর সাইদুল হক উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপাচার্য নাম ঠিক করার প্রজ্ঞাপন দিলেও সেটি আর কাজে পরিণত হয়নি। যার ফলে বিগত বছর জুড়ে এটি বেনামী হয়ে পড়ে ছিলো।