প্রযুক্তি ডেস্ক
দুঃসংবাদ! গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। ‘ছবি’ রাখার নির্ভরযোগ্য জায়গা হচ্ছে গুগল ফটোজ।
একজন স্মার্টফোনে বেশি জায়গা না থাকলে সহজেই,গুগল ফটোজ ব্যবহারকারী ছবি রেখে দিতেন গুগল ফটোজে। এই সুযোগ আর থাকছে না, বিনামূল্যে আনলিমিটেড ছবি ব্যাকআপের সুবিধা তুলে নিচ্ছে গুগল।
টেকনোলজি বিষয়ক সাইট দ্য ভার্জ জানায়, ২০২১ বছরের জুনের শুরুতে এ নিয়ম চালু করতে যাচ্ছে টেক জায়ান্টটি। দুঃসংবাদ এর মধ্যে সুখবর হচ্ছে, ২০২১ সালের ১ জুনের আগ পর্যন্ত বিনামূল্যে যত ইচ্ছা ছবি রাখা যাবে গুগল ফটোজে। এই সময়ের আগে ব্যবহারকারীরা অন্যত্র ছবি সরিয়ে নেয়ারও সুযোগ পাবেন।
করোনাকালীন সময়ে এগ্রিবিজনেস ও তথ্যপ্রযুক্তি সবচেয়ে বেশি সম্ভাবনাময়
টেক জায়ান্টটি কোম্পানি জানায়, ‘অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীদের যে ১৫ জিবি স্টোরেজ দেয়া হয়, ফটোজ অ্যাপে আপলোড করা যেকোনো ছবি তার হিসাবের মধ্যে ধরা হবে।’
এ ব্যাপারে গুগল বলছে, ‘নতুন এ নিয়ম চালুর বিষয়টি ব্যবহারকারীদের আগেভাগেই জানানো হচ্ছে, যাতে পরিবর্তনের বিষয়ে তারা নিজেদের মানিয়ে নিতে পারেন।’