তানভির আহমেদ, হাবিপ্রবি প্রতিনিধি
করোনা প্রাদুর্ভাবে ইতিমধ্যেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বিশেষ করে দিন মজুর, অসহায় মানুষদের কষ্টের যেন শেষ নেই। আর এইসব অসহায় মানুষদের কষ্ট লাঘব করতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সাঈদ হাসান অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
দিনাজপুর জেলার বিরল উপজেলার শহড়ের লাইন পাড়া, হাসপাতাল পাড়া, জুলফিডাংগা, হিন্দুপাড়া,কলেজ পাড়াসহ আরও বেশ কয়েকটি স্থানে এসব হত দরিদ্র রিক্সাচালক,দিনমজুর এবং অসহায়-দুস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন। সকাল ১১ টা বেলা দু’টা পর্যন্ত এই ত্রাণ বিতরণ চলমান থাকে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হওয়াতে টিউশনি বন্ধ রেখে বাড়িতে যেতে হয় তার। কিন্তু গত ফেব্রুয়ারী মাসের বেতন, পূর্বের জমানো টিউশনির টাকা সেই সাথে তার মায়ের সহায়তায় নিজ এলাকার দিন আনে দিন খায় এমন ৪০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় সাঈদ বলেন, ‘আমরা চাইলেই অনেক কিছু করতে পারি।আমার মত অনেকেই টিউশনি করিয়ে থাকে।তারাও যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষদের কষ্ট কিছুটা কমবে। টাকা দিয়ে না হলেও আশেপাশের মানুষদের সচেতনা বৃদ্ধিতে কাজ করতে পারেন শিক্ষার্থীরা।