রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় শিশুদের প্রতিভা বিকাশে আর্ট স্কুলের শাখা উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১১.৫০ পিএম
টুঙ্গিপাড়ায় শিশুদের প্রতিভা বিকাশে আর্ট স্কুলের শাখা উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ “মননে সৃজনশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের প্রতিভা বিকাশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আর্ট স্কুল গোপালপুর শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন উড়িয়ে আর্ট স্কুল শাখার উদ্বোধন করেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

মাহবুবুর রহমানের সঞ্চালনায় টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদয়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ জালাল, গোপালপুর ইউপি চেয়ারম্যান লালবাহাদুর বিশ্বাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিল্পকলা একাডেমীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম জানান, টুঙ্গিপাড়া আর্ট স্কুল গত ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। সেই সময়ে ঘোষণা দেওয়া হয় শিশুদের প্রতিভা বিকাশে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভায় আর্ট স্কুলের শাখা করা হবে। সেই ধারাবাহিকতায় গোপালপুর শাখার উদ্বোধন করা হলো। বাকি ইউনিয়ন ও পৌরসভায় শীঘ্রই আর্ট স্কুলের শাখা করা হবে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today