ইবি টুডেঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয় বলে ইবি থানার ভারপ্রাপ্ত ওসি জাহাঙ্গীর আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত দুই নভেম্বর রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। ওই মামলায় গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন রাকিব। শুক্রবার রাকিব কুষ্টিয়া শহরে অবস্থান করছেন এমন সংবাদে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কুষ্টিয়া মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার (০৯ নভেম্বর) কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
জানা যায়, গ্রেফতার হওয়ার আগে সাধারণ সম্পাদক রাকিব কুষ্টিয়া মডেল থানায় নিরাপত্তাহীনতার ভুগছি মর্মে জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন নাম্বার থেকে কল করে হত্যার হুমকি দেয়া হয় এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধ করা হয়।