বশেমুরবিপ্রবি টুডে
গোপালগঞ্জের শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিস বিভাগের শিক্ষার্থী মনীষা হীরা আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ সকালে গোপালগঞ্জের সবুজবাগে তাদের ভাড়া বাসার কক্ষে মনীষার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় তার বাবা-মা।
প্রাথমিকভাবে জানা যায়, ডিপ্রেশন থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে আগামী মাসের ২ তারিখে বিয়ে হওয়ার কথা ছিলো।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শেখ আশিকুররহমান প্রিন্স বলেন, “আত্মহত্যার সংবাদ পাওয়ার পর পরই আমাদের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়েছে। কি ঘটেছে কিংবা কেনো আত্মহত্যা করেছে এ বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে আমাদের এই শিক্ষার্থী আগে থেকেই কিছুটা ডিপ্রেসড ছিলো। হতে পারে ডিপ্রেশন থেকেই সে আত্মহত্যা করেছে।”
জানা যায়, মৃত মনীষার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানায়।
এদিকে মনীষার মৃত্যুতে তার পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।